‘ডক্টর’ হয়ে কী চিকিৎসা করবেন কানহাইয়া! প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2016 08:39 AM (IST)
নয়াদিল্লি: ‘ডক্টর’ তো হচ্ছেন কানহাইয়া কুমার। কিন্তু রোগীদের কেমন চিকিৎসা করবেন তিনি। ডক্টর আর ডক্টরেটের মধ্যে গুলিয়ে ফেলে এমনই আজব প্রশ্ন করল মহারাষ্ট্রের এক সংগঠন। তাদের বক্তব্য, কানহাইয়া দেশ টুকরো টুকরো করার কথা বলছেন। এমন মানুষ রোগীদের চিকিৎসা করবেন কী করে। কানহাইয়া ডাক্তারি পড়ছেন না, সাহিত্য নিয়ে পিএইচডি করছেন জানার পরেও নিজেদের অবস্থান থেকে তারা এক পা সরেনি। বক্তব্য খুব সরল, যাই হোক, ‘ডক্টর’ তো তিনি হচ্ছেনই, রোগীরা তো তাঁর কাছে যাবেই! ২৩ তারিখ মুম্বইয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতির জনসভা। সেই সভা যে কোনও মূল্যে আটকানোর শপথ নিয়েছ মহারাষ্ট্রের বেশ কয়েকটি নামি অনামি সংগঠন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -