মুম্বই: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের পাশে দাঁড়ালেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শরিক শিবসেনা। কানহাইয়ার পাশে দাঁড়াতে গিয়ে কার্যত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে একহাত নিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, কানহাইয়াকে দেশদ্রোহী তকমা দেওয়া উচিত নয়।
উদ্ধব বলেছেন, আমাদের দেশে অনেক তরুণ রয়েছেন। তাঁদের সঠিক দিশা দেখানোর পরিবর্তে ভুল পথে চালিত করা হচ্ছে। এই প্রসঙ্গেই তিনি রোহিত ভেমুলা, হার্দিক পটেল ও কানহাইয়া কুমারের নাম উল্লেখ করেছেন। শিবসেনার নেতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে উদ্ধব বলেন, হার্দিক (গুজরাতের পটেল সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে আন্দোলনের নেতা) যখন জনপ্রিয়তা পেলেন তখন তাঁকে দেশদ্রোহী তকমা দেওয়া হল। এবার তো সরকারের বিরুদ্ধে কানহাইয়াকে লড়তে হচ্ছে। উদ্ধবের প্রশ্ন, হার্দিক, রোহিত ও কানহাইয়াকে সংবাদের শিরোণামে আনল কে?
উদ্ধব তাঁর বক্তৃতায় বিজেপির নাম উল্লেখ করেননি। উল্লেখ্য, কানহাইয়া, রোহিত ইস্যুতে ইতিমধ্যেই চাপে রয়েছে কেন্দ্রের এনডিএ সরকার। এই পরিস্থিতিতে শিবসেনা কানহাইয়ার পাশে দাঁড়ানোয় বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করা হচ্ছে।
উদ্ধব বলেছেন, এভাবে তরুণদের দেশদ্রোহী তকমা দেওয়া হলে তাঁদের পক্ষে দেশের জন্য কাজ করাটা কঠিন হয়ে দাঁড়াবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কানহাইয়াকে দেশদ্রোহী তকমা দেওয়া ঠিক নয়: উদ্ধব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2016 03:52 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -