ঘটনাচক্রে মহসিনের হয়ে গত ১৪ মে প্রচার করে গিয়েছিলেন কানহাইয়া। কেরলে প্রচারে এসে রাজ্যের সঙ্গে সোমলিয়ার তুলনা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দা শোনা গিয়েছিল কানহাইয়ার মুখে। তিনি মোদীর কটাক্ষের জবাবে বলেছিলেন, কেরল দেশের সবচেয়ে সাক্ষর রাজ্যগুলির অন্যতম। প্রগতিশীল ভাবধারা, লিঙ্গ সাম্যের জন্য খ্যাতি আছে কেরলের। শেষ পর্যন্ত বন্ধুর জন্য প্রচার সফল হল।
প্রসঙ্গত, এক দশক ধরে পট্টম্বি কেন্দ্রটি হাইপারসেনসিটিভ তকমা পেয়ে এসেছে। অতীতে সিপিএমের ইএমএস নাম্বুদিরিপাদ, সিপিআইয়ের ই পি গোপালনের মতো নেতা এই কেন্দ্র থেকে জিতেছেন। আজ তাঁদের পথেই সামিল মহম্মদ।