নয়াদিল্লি: বিয়ের পর বউয়ের, সন্তান হলে তার, এমনকী নিজের নামও পাল্টে রাখবেন 'ভারত মাতা কি জয়'। এভাবেই ফের বিতর্ক উস্কে দিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার।

সম্প্রতি 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে কেন্দ্রীয় সরকার ও সরকার বিরোধী দলের সদস্যদের মধ্যে। কেন্দ্রীয় সরকারের বহু নেতা মন্ত্রীরা এই স্লোগান দেওয়ার কথা বললেও তা মানতে নারাজ বিরোধী গোষ্ঠীর সদস্যরা।

এই ইস্যুতেই এবার মন্তব্য করলেন জেএনইউ-তে 'রাষ্ট্রদ্রোহী' স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত কানহাইয়া কুমার। একটি অনুষ্ঠানে ব্যঙ্গ করে তিনি বলেন, 'দেশই সব, ভারত মাতা কি জয় বলতেই হবে। তাই আমি ভাবলাম, যখন আমি বিয়ে করব স্ত্রীকে পরামর্শ দেব, নাম বদলে ভারত মাতা কি জয় করতে, আমার সন্তানের নাম রাখব ভারত মাতা কি জয়, এমনকী আমার নামও পাল্টে রাখব ভারত মাতা কি জয়।'

কানহাইয়া আরও বলেন, এতে আমার বাচ্চারা যখন স্কুলে যাবে, তখন শিক্ষক তাঁদের বাবা-মা-র নাম জিজ্ঞেস করলে, তারা বলবে 'ভারত মাতা কি জয়'। এইভাবে তাদের পড়াশোনার খরচও ফ্রি হয়ে যাবে। পড়াশোনা বাবদ কোনও খরচই থাকবে না।
এভাবেই ব্যঙ্গের সুরে কটাক্ষ করলেন কানহাইয়া।