নয়াদিল্লি: করোনাভাইরাস টেস্ট পজিটিভ হওয়ার পর থেকে খবরে রয়েছে 'বেবি ডল' গায়িকা কণিকা কপূর। বলিউডের গায়িকা এখন লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআইএমএস হাসপাতালে চিকিত্সাধীন এবং কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এরইমধ্যে লখনউ পুলিশ হন্য হয়ে খুঁজছে মুম্বইয়ের এক ব্যবসায়ীকে। তিনি কণিকার সঙ্গে হোটেল তাজে ছিলেন এবং গত ১৬ মার্চ শহর ছাড়েন।
গায়িকার সংস্পর্শে এসেছিলেন এমন ২৬০ জনকে পুলিশ খুঁজে বের করেছে। কিন্তু তাঁর ওই ব্যবসায়ী বন্ধুর হদিশ করতে পারেনি পুলিশ।
চিফ মেডিক্যাল অফিসার চিকিত্সক নরেন্দ্র আগরওয়াল বলেছেন, তাঁরা ওই ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু তাঁর মুম্বইয়ের ঠিকানা বা এখন কোথায় রয়েছেন, তা জানা নেই।
তিনি বলেছেন, গায়িকা এখন কোয়ারেন্টিনে। তাই তাঁকে এই মুহূর্তে জিজ্ঞাসা করা যাবে না।
কণিকা দুদিন ওই হোটেলে ছিলেন। তাঁর সঙ্গে কথাবার্তা হয়েছিল, এমন ১১ কর্মীকে হোটেল কর্তৃপক্ষ কোয়ারেন্টিনে পাঠিয়েছে। হোটেলের এক আধিকারিক বলেছেন, ওই কর্মীদের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।
কণিকা হোটেলে থেকেছিলেন। লখনউ প্রশাসন হোটেল তাজ বন্ধ করে দিয়েছে।

যে হাসপাতালে কণিকার চিকিত্সা চলছে,সেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রবিবার তাঁর দ্বিতীয় পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফলও ইতিবাচক হয়েছে। হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক আর কে ধিমান বলেছেন, গায়িকা ভালোই রয়েছেন। পরীক্ষার ফল নেগেটিভ না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই থাকতে হবে।