নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা প্রত্যাহার। এই সিদ্ধান্তের প্রতিবাদেই আইএএস কন্নন গোপীনাথন তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে তিনি ফের চাকরিতে যোগদানের প্রস্তাব পেয়েছেন। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গোপীনাথন।


তাঁর ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে এ কথা জানিয়েছেন গোপীনাথন। ফের চাকরিতে যোগদানের জন্য সরকারের কাছে থেকে যে চিঠি তিনি পেয়েছেন, তাও ট্যুইটে পোস্ট করেছেন গোপীনাথন। তাঁর ট্যুইট-সরকারের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছি। আমাকে আইএএস হিসেবে কাজে যোগ দিতে বলা হয়েছে।কিন্তু করোনাভাইরাসের এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আমি মন-প্রাণ দিয়ে সেবা করব। আর আমার এই কাজ হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, কোনও আইএএস আধিকারিক হিসেবে নয়।



তিনি সাফ জানিয়েছেন, সরকারি আধিকারিক হিসেবে কাজ করতে রাজি নন। একইসঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে গোপীনাথন দাদর ও নগর হাভেলি এবং দমন দিউ-তে সেবামূলক কাজ করতে চান। আইএএস হিসেবে দ্বিতীয়বার চাকরিতে তিনি যোগ দেবেন না বলে জানিয়েছেন তিনি।