কানপুরে জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার মাকে পিটিয়ে খুন শ্লীলতাহানির মামলায় অভিযুক্তদের
ABP Ananda, web desk
Updated at:
18 Jan 2020 10:23 PM (IST)
উত্তরপ্রদেশের কানপুরে ভয়ঙ্কর ঘটনা। এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার মাকে পিটিয়ে খুন করল। এই ঘটনায় নির্যাতিতার মাসিও গুরুতরভাবে জখম হয়েছেন। পুলিশ এই ঘটনায় গুলি বিনিময়ের পর মিন্টু ও আবিদ নামে দুই অভিযুক্ত গ্রেফতার করেছে।
কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে ভয়ঙ্কর ঘটনা। এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার মাকে পিটিয়ে খুন করল। এই ঘটনায় নির্যাতিতার মাসিও গুরুতরভাবে জখম হয়েছেন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। পলাতক আরও দুই।
২০১৮-তে শ্লীলতাহানির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই অভিযুক্তরা নির্যাতিতার পরিবারের সদস্যদের ওপর মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। গত ৯ জানুয়ারি তারা নির্যাতিতার মা ও মাসির ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে আঘাত করা হয় তাঁদের। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে হাসপাতালে নির্যাতিতার মায়ের মৃত্যু হয়।
এই ঘটনা সম্পর্কে এসএসপি অনন্ত দেব তিওয়ারি বলেছেন, ২০১৮ সালে এই মামলা রুজু হয়েছিল। মামলায় অভিযুক্ত ছিল আবিদ, মিন্টু, মাহবুব, চাঁদ বাবু, জামিল ও ফিরোজ। সবাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। কিন্তু পরে সবাই জামিনে ছাড়া পায়। ১০ দিন আগে তারা দুই মহিলার ওপর প্রাণঘাতী হামলা চালায়। এই হামলায় জখম এক মহিলার হাসপাতালে মৃত্যু হয়েছে।
এসএসপি জানিয়েছেন, চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের পাকড়াও করতে পুলিশের দল গঠন করা হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -