ভিডিওতে দেখা গিয়েছে, মাঠে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজ করছিলেন এক কৃষক। এরমধ্যেই তাঁর মনোযোগ আকর্ষণ করেন এক ব্যক্তি, যিনি ওই ভিডিও তোলেন। কন্নড় ভাষায় দুজনের মধ্যে কিছুটা কথাবার্তার পর ওই ব্যক্তির অনুরোধে ওই কৃষক নিজস্ব কায়দায় গানটি গাইলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ওই কৃষক যেভাবে গানটি গাইলেন, তা হুবহু আসল গানের মতোই। গানটির কথা, সুর, তাল বজায় রেখেই গাইলেন ওই কৃষক।
ভিডিওটি ইন্টারনেটে নজর কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই প্রচুর ভিউ হয়েছে ভিডিওটি । কমেন্টস সেকশনে দর্শকরা ওই কৃষকের গানের প্রতি আবেগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।