নয়াদিল্লি: নয়াদিল্লিতে মাদাম তুসো মিউজিয়ামে এবার বসতে চলেছে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিলদেবের মোমের মূর্তি। ইতিমধ্যেই কপিলের মূর্তি তৈরির কাজ শুরু করেছেন শিল্পীরা। মূর্তি তৈরির কাজে সাহায্য করার জন্য শিল্পীদের সামনে হাজির হয়েছিলেন কপিল। তাঁর চেহারা খুঁটিয়ে দেখে নিয়েই কাজ শুরু করেছেন শিল্পীরা।

এই সম্মান পেয়ে আপ্লুত কপিল তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক বলেছেন, কিংবদন্তী ব্যক্তিত্বদের পাশে তাঁর মূর্তি বসতে চলায় সম্মানিত বোধ করছেন। মূর্তি তৈরির কাজে সাহায্য করার জন্য শিল্পীদের সামনে বসার অভিজ্ঞতা অসাধারণ।

দিল্লির মাদাম তুসো সংগ্রহশালায় ক্রীড়াবিদদের পাশাপাশি বলিউড, হলিউডের তারকা, ঐতিহাসিক ব্যক্তি, রাজনীতিবিদদের মোমের মূর্তি আছে। এবার সেখানে কপিলের মূর্তিও থাকবে।