নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিতর্কে জড়ালেন কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা। তাঁর সমালোচনা করে শিবসেনা বলেছে, ‘কপিল শর্মা ভারতের সম্মান নিয়ে উপহাস করছেন। তিনি দেশের কথা ভাবেন না, শুধু অর্থ রোজগার করতে চান। পিএসএল-এ কপিল শর্মার পারফর্ম করার ঘটনার তীব্র নিন্দা করছি আমরা।’
কপিল এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। ফের বিতর্কে জড়ালেন তিনি। পিএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পেশোয়ার জালমি দলের সদস্য ড্যারেন স্যামি, কামরান আকমল, মহম্মদ হাফিজদের সঙ্গে রসিকতা করতে দেখা যায় কপিলকে। তাঁর পারফরম্যান্স বিভিন্ন মহলে প্রশংসিত হলেও, ভারতে অনেকেই ক্ষুব্ধ।
মুম্বইয়ে ২৬/১১ হামলার পর থেকেই আইপিএল-এ পাক ক্রিকেটারদের নেওয়া হচ্ছে না। বলিউডেও পাক অভিনেতা ও গায়কদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়ও পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে কপিলের পিএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাকে অনেকেই ভাল চোখে দেখছেন না।
পিএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার মুখে কপিল শর্মা
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2018 05:07 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -