মুম্বই: সিনেমা শুরু হওয়ার আগে দেশের যে কোনও প্রেক্ষাগৃহে  জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের সমালোচনা করেছেন পরিচালক শেখর কাপূর ও শিরীষ কুন্দার। ৭০ বছরের কাপূর বলেছেন, এবার থেকে যতবার সংসদের অধিবেশন বসবে ততবারই রাজনৈতিক নেতাদের জাতীয় সঙ্গীত গাওয়া আবশ্যিক করা হোক। ট্যুইটারের মাধ্যমে শেখর বলেছেন, ‘আশা করি সুপ্রিম কোর্ট সংসদের প্রত্যেক অধিবেশনের আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করবে’।


তীব্র ব্যঙ্গ করে শেখর বলেছেন, ‘সংসদে মাঝে মাঝে যে নাটক দেখা যায়, তা তো সিনেমার মতোই’।





৪৩ বছরের কুন্দার ট্যুইটারের মাধ্যমে শ্লেষের সুরে বলেছেন,  রেস্তোরাঁ সহ যেখানে যেখানে অবসর কাটাতে যাওয়া হয়, সেই সব জায়গাগুলিতেও জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা উচিত।

তাঁর কটাক্ষ, ‘এটা তো অর্ধেক নির্দেশ মাত্র। জাতীয় সঙ্গীতের সময় কেউ উঠে না দাঁড়ালে কী শাস্তি দেওয়া হবে? দেখা মাত্র গুলি? পেটানো? ফাঁসি?’







তিনি বলেছেন, ‘শুধুমাত্র প্রেক্ষাগৃহেই কেন? অবসর কাটানোর সব জায়গাতেই জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা উচিত। এমনকি রেস্তোঁরাতেও খাওয়ার আগে জাতীয় সঙ্গীত আবশ্যিক করা উচিত’।

প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক, উঠে দাঁড়িয়ে জানাতে হবে সম্মান:সুপ্রিম কোর্ট

অন্যদিকে, পরিচালক অশোক পন্ডিত সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন।