মুম্বই: নেহা ধূপিয়ার টক শো “#নোফিল্টারনেহা”-তে মন খুলে কথা বললেন বলিউড অভিনেত্রী সোনম কাপূর। তিনি বললেন, বিভিন্ন পার্টিতে ঠোঁটে একটা নকল হাসি ঝুলিয়ে রাখেন পরিচালক করণ জোহর।
উল্লেখ্য, নেহা ও সোনম- দুজনেই করণের বন্ধু। দুই অভিনেত্রী করণ সম্পর্কে অনেক কথাই বলেছেন। নেহার শো-র গেস্ট সোনম বলেছেন, “করণ ঠোঁটে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখে। ও সব সময়ই এটা করে। ও একটু হেসে বলে, ‘পার্টিটার আকর্ষণ তোমরা, আর তোমরাই কিনা চলে যাচ্ছ’!”
‘গসিপ বয়’ অ্যাওয়ার্ডের জন্য সোনম রণবীর কাপূরকে বেছে নিয়েছেন। আর নিজেকে বিখ্যাত বাবা-মার সন্তান অ্যাওয়ার্ডের জন্য বেছেছেন।
নেহার টক শো শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে। এই টক শো-তে সেলিব্রিটিদের অজানা দিকের কথা তুলে ধরা হবে।
করণ জোহর ঠোঁটে একটা নকল হাসি ঝুলিয়ে রাখেন: সোনম কাপূর
ABP Ananda, web desk
Updated at:
09 Oct 2016 10:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -