বিবাহবার্ষিকীতে সঈফের সঙ্গে দেখা করতে বিমানে কেরল পাড়ি করিনার
Web Desk, ABP Ananda | 16 Oct 2016 04:41 PM (IST)
মুম্বই: বিবাহবার্ষিকী বলে কথা... তার ওপর এ বছরটা আবার একটু বেশিই স্পেশাল। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী করিনা কপূর খান। এমন বিশেষ দিনে স্বামীর সঙ্গে দেখা হবে না, তা কী হয়! তাই সঈফের সঙ্গে দেখা করতে কেরল উড়ে গেলেন স্ত্রী করিনা। আজ সঈফ-করিনার চতুর্থ বিবাহবার্ষিকী। কিন্তু ছবির কাজের জন্য স্ত্রীর সঙ্গে থাকতে পারেননি সঈফ। 'শেফ'-এর শ্যুটিং উপলক্ষ্যে কেরলে রয়েছেন তিনি। তাই করিনাই পাড়ি দিলেন সঈফের কাছে। উল্লেখ্য, ২০১২ সালের আজকের দিনে মুম্বইতে রাজকীয় সমারোহে বিয়ে হয় সঈফ-করিনার। করিনা এখন সন্তানসম্ভবা। ডিসেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।