নয়াদিল্লি: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যে সকল বীর সেনানী দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের বলিদানকে এদিন শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

[embed]https://twitter.com/narendramodi/status/757766386982719493[/embed]

এদিন কার্গিল দিবস উপলক্ষ্যে একের পর এক ট্যুইট করেন মোদী। লেখেন, ১৯৯৯ সালে ভারতের তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়তার জন্যই সেদিন কার্গিল যুদ্ধে জয় এসেছিল। আজ তাকে গর্বের সঙ্গে স্মরণ করছি।

[embed]https://twitter.com/narendramodi/status/757766068605689856[/embed]

মোদী লেখেন, ওই যুদ্ধে আমাদের বীর সেনা যেভাবে অনুপ্রবেশকারীদের উপযুক্ত এবং মনে রাখার মত জবাব দিয়েছে, তা ভারত কখনও ভুলবে না।

[embed]https://twitter.com/narendramodi/status/757765624588300288[/embed]

তিনি আরও বলেন, কার্গল বিজয় দবস উপলক্ষ্যে আমি প্রত্যেক সেই বীর যোদ্ধাকে কুর্নিশ করছি, যাঁরা শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের হয়ে লড়াই করেছেন। তাঁদের বীর বলিদান আমাদের আজও অনুপ্রেরণা জোগায়।