নয়াদিল্লি: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যে সকল বীর সেনানী দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের বলিদানকে এদিন শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
[embed]https://twitter.com/narendramodi/status/757766386982719493[/embed]
এদিন কার্গিল দিবস উপলক্ষ্যে একের পর এক ট্যুইট করেন মোদী। লেখেন, ১৯৯৯ সালে ভারতের তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়তার জন্যই সেদিন কার্গিল যুদ্ধে জয় এসেছিল। আজ তাকে গর্বের সঙ্গে স্মরণ করছি।
[embed]https://twitter.com/narendramodi/status/757766068605689856[/embed]
মোদী লেখেন, ওই যুদ্ধে আমাদের বীর সেনা যেভাবে অনুপ্রবেশকারীদের উপযুক্ত এবং মনে রাখার মত জবাব দিয়েছে, তা ভারত কখনও ভুলবে না।
[embed]https://twitter.com/narendramodi/status/757765624588300288[/embed]
তিনি আরও বলেন, কার্গল বিজয় দবস উপলক্ষ্যে আমি প্রত্যেক সেই বীর যোদ্ধাকে কুর্নিশ করছি, যাঁরা শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের হয়ে লড়াই করেছেন। তাঁদের বীর বলিদান আমাদের আজও অনুপ্রেরণা জোগায়।
কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jul 2016 10:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -