বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার সাত গো রক্ষক
ABP Ananda, web desk | 27 Mar 2017 06:10 PM (IST)
উদুপি: কর্নাটকে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সাত গো রক্ষক। উদুপি জেলার কারকালার তেল্লার গ্রামে এই ঘটনা ঘটেছে। পশু হত্যা হচ্ছে বলে সন্দেহের বশবর্তী হয়ে রবিবার ওই বাড়িতে যায় গো রক্ষক দলের সদস্যরা। তখন ওই দলের সঙ্গে বাড়ির লোকজনের বচসা বেঁধে যায়। গো রক্ষক দলের সদস্যরা ওই পরিবারের এক মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই মহিলা ওই ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনায় মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতার করেছে।