এই শীতে বাড়ি থেকে বার করে দিয়েছে মেয়ে, বাধ্য হয়ে বাস স্ট্যান্ডে থাকছেন কর্নাটকের বৃদ্ধ দম্পতি
ABP Ananda, Web Desk | 06 Jan 2018 02:30 PM (IST)
হুবলি: থাকার কোনও জায়গা নেই, বাধ্য হয়ে আশ্রয় চাইতে গিয়েছিলেন মেয়ের বাড়ি। দিনকয়েক পর গলাধাক্কা দিয়েছেন মেয়ে। শীতে কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন দুই বুড়ো বুড়ি। বৃদ্ধের নাম সূর্যকান্ত, বয়স ৯০, স্ত্রী কমলমার বয়স ৮০। ২ দিন এভাবেই হুবলির বাস স্ট্যান্ডে কাটিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, তাঁরা আদতে লক্ষ্মেশ্বরার বাসিন্দা, মাথা গোঁজার ঠাঁই না থাকায় চলে আসেন হুবলিতে। প্রথম কয়েকদিন মন্দিরে কাজ করেন, তারপর যান মেয়ের বাড়ি। [embed]https://twitter.com/ANI/status/949330477504126976[/embed] বাস স্ট্যান্ডে বসে ২ দিন ধরে তাঁদের শীতে কাঁপতে দেখে স্থানীয় অটো চালক ও বাস কর্মীরা তাঁদের নিয়ে যান এলাকার এক বৃদ্ধাশ্রমে। কিন্তু পরিচয়পত্র না থাকায় সেখানে ঠাঁই মেলেনি তাঁদের। ফলে আবার তাঁরা ফিরে এসেছেন হুবলির এই বাস স্ট্যান্ডেই।