নয়াদিল্লি: লিঙ্গায়ত সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় নিয়ে বিবাদের মধ্যেই কর্নাটকে বেজে গেল ভোটের বাদ্যি। ১২ মে ভোট হবে দক্ষিণের এই রাজ্যে, ১৫ তারিখ ভোট গণনা। আর নির্বাচন কমিশন এই ঘোষণা করেছে।

মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও অশোক লবাসা জানিয়েছেন, ভোটের জন্য নোটিশ জারি হবে ১৭ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ এপ্রিল, মনোনয়ন ফেরত নেওয়ার শেষ দিন ২৭ তারিখ, ভোট হবে ১২ মে ও ফল বার হবে ১৫-য়। প্রতিটি ইভিএমে থাকবে ভিভিপ্যাট।

২২৪ সদস্যের কর্নাটক বিধানসভায় বর্তমান সরকারের কার্যকাল ২৮ মে শেষ হচ্ছে।

এখন এই তারিখ জারি নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নির্বাচন কমিশনের আগেই ভোটের তারিখ জানিয়ে দেন। যদিও ভোট গণনার ঠিক তারিখ জানাতে পারেননি তিনি।



এ নিয়ে নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরেই টুইট ডিলিট করে দেন মালব্য।

কর্নাটক ভোটে এবার ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। লিঙ্গায়েত সম্প্রদায়কে পৃথক ধর্মীয় গোষ্ঠীর স্বীকৃতি দিয়ে তাদের ভোট পকেটে পোরার কৌশল নিয়েছে কংগ্রেস। বিজেপি আবার উল্টোদিকে প্রচার চালাচ্ছে, এভাবে হিন্দু ধর্মকে ভাগ করার চেষ্টা করছে ক্ষমতাসীন দল।