সারাদিনে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে সন্ধ্যায় জানিয়েছে নির্বাচন কমিশন।
যে দুটি আসনে ভোট হচ্ছে না, তার একটিতে ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে বিজেপি প্রার্থী ও বিধায়ক বি এন বিজয়কুমারের আকস্মিক মৃত্যুর জন্য ও অন্য আর আর নগর আসনে জাল ভোটার কার্ড সংক্রান্ত কাণ্ডের জেরে আপাতত স্থগিত রয়েছে ভোট। এখানে ২৮ মে ভোট হবে, ফল জানা যাবে ৩১ তারিখ।
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা শিমোগার শিকারপুর কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়েছেন।
দক্ষিণী এই রাজ্যে লড়াই ত্রিমুখী। জেডিএস ময়দানে থাকলেও মূল যুদ্ধ চলছে ক্ষমতাসীন কংগ্রেস ও বিজেপির মধ্যে। ১৫ তারিখ জানা যাবে শেষ হাসি কোন দল হাসল। তবে রাজনৈতিক মহলের ধারণা, ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার এবার সম্ভাবনা বেশি। যদিও ১৯৮৫ থেকে কোনও দল এ রাজ্যে পরপর ২ বার ক্ষমতা ধরে রাখতে পারেনি।