নয়াদিল্লি: গতকাল কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার ফল প্রকাশিত হতে চলেছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই বলা হচ্ছে, বিজেপি সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে এককভাবে সরকার গঠন করতে পারবে না বিজেপি। কংগ্রেস থাকতে পারে দ্বিতীয় স্থানে। এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষাতেও বলা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দু’টি আসন কম পেতে পারে বিজেপি।



বুথ ফেরত সমীক্ষা ঘিরে কংগ্রেস ও বিজেপি-র চাপানউতোর শুরু হয়েছে। দু’দলেরই দাবি, তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ট্যুইট করে বলেছেন, ‘আগামী দু’দিনের জন্য বুথফেরত সমীক্ষা বিনোদন হতে চলেছে। বুথফেরত সমীক্ষার উপর নির্ভর করা হল সেই ব্যক্তির মতো যিনি একজন পরিসংখ্যানবিদের কথা শুনে হেঁটে নদী পেরোতে পারেন না। কারণ, ওই পরিসংখ্যানবিদ বলেছেন, নদীর গড় গভীরতা ৪ ফুট। মনে রাখতে হবে, ৬+৪+২-এর গড় হল ৪। ৬ ফুটে গেলে আপনি ডুবে যাবেন। তাই দলীয় কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের বলছি, বুথফেরত সমীক্ষা নিয়ে আশঙ্কিত হবেন না। আমরাই ফিরছি।’



বিজেপি মুখপাত্র হিমাংশু ত্রিবেদী আবার বলেছেন, ‘বুথ ফেরত সমীক্ষা থেকে একটা বিষয় স্পষ্ট, গতবার ৪০টি আসন পেলেও, এবার বিজেপি-র আসন সংখ্যা বাড়ছে। অন্যদিকে, গতবার সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কংগ্রেস এবার আসন হারাতে চলেছে। অতীতে দেখা গিয়েছে, বুথ ফেরত সমীক্ষায় যে দল এগিয়ে থাকে, জনগণের রায় তাদের সঙ্গেই থাকে।’