বেঙ্গালুরু: দলিতের বাড়ি গিয়ে সেখানকার খাবার খাননি, দলিতের ছোঁয়া এড়াতে তাঁর জন্য হোটেল থেকে খাবার কিনে আনা হয়! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।
গত ১৮ এপ্রিল দলের সিনিয়র নেতা কে এস ঈশ্বরাপ্পা, অনন্ত কুমার ও আরও কয়েকজনকে নিয়ে টুমকুরুতে প্রাতঃরাশ সারতে এক দলিতের বাড়িতে ওঠেন ইয়েদুরাপ্পা। কিন্তু তাঁরা সেখানে বসে যে ইডলি, বড়া খেয়েছেন, তা নাকি ওই দলিতের রান্নাঘরে তৈরি হয়নি, কিনে আনা হয়েছিল কাছের এক হোটেল থেকে। এমনই দাবিতে তাঁদের বিরুদ্ধে অস্পৃশ্যতার অভিযোগ দায়ের করেছেন মান্ড্যর বাসিন্দা জনৈক ডি বেঙ্কটেশ।
বিজেপি অবশ্য দলিত পরিবারের প্রতি অস্পৃশ্য আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের রাজ্য শাখার মিডিয়া ইন চার্জ দাগ্গে শিবপ্রকাশ বলেছেন, ইয়েদুরাপ্পা ভালবাসেন বলেই তাঁর জন্য হোটেল থেকে ইডলি, বড়া কিনে আনা হয়। তাছাড়া, তিনি ওই দলিতের ঘরে বানানো পোলাও তো খেয়েছেন।
আরেক নেতা অবশ্য ইয়েদুরাপ্পা ও বাকিদের বিরুদ্ধে হোটেলের তৈরি ইডলি, বড়া খাওয়ার অভিযোগই অস্বীকার করেছেন। দলনেতা হানালুরু লেপকাশের দাবি, দলিতের ঘরে যা তৈরি হয়েছিল, সেটাই তাঁরা খেয়েছেন।
দলের মুখপাত্রকে উদ্ধৃত করে একটি জাতীয় স্তরের সংবাদপত্র বলেছে, বিজেপির দলিতদের কাছে পৌঁছনোর কর্মসূচিতে যারা আতঙ্কিত হয়ে পড়েছে, তারাই এমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত অভিযোগ করছে। এমনকী বিজেপি একটি ভিডিও প্রকাশ করেও বিরোধীদের অভিযোগ নস্যাত্ করতে চেয়েছে।
ভিডিওতে হনুমন্থাইয়া নামে ওই দলিতকে বলতে শোনা গিয়েছে, ইয়েদুরাপ্পার সঙ্গে অনেক লোকজন থাকায় বাধ্য হয়েই হোটেল থেকে ইডলি, বড়া কিনে আনতে হয়েছে।
এরপরও অবশ্য কংগ্রেস ও জনতা দল (সেকুলার) ইয়েদুরাপ্পার বিরুদ্ধে দলিত, তফসিলিদের প্রতি বৈষম্যের অভিযোগে অনড়।
দলিতের বাড়ি গিয়ে হোটেল থেকে কিনে আনা ইডলি, বড়া খেয়েছেন! অস্পৃশ্যতার অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, অস্বীকার বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2017 10:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -