Live: কর্ণাটকে উপনির্বাচনে ১০ আসনে জয়ী বিজেপি, টিকে গেল ইয়েদুরাপ্পা সরকার

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। কংগ্রেস দু’টি কেন্দ্রে এগিয়ে। একটি কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 Dec 2019 04:55 PM
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কর্ণাটকে উপনির্বাচনে এখনও পর্যন্ত ১০টি আসনে জয় পেয়েছে বিজেপি। এগিয়ে দু’টি আসনে।
কর্ণাটকের কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দীনেশ গুন্ডু রাওয়ের
কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকেও ইস্তফা সিদ্দারামাইয়ার
কর্ণাটকে উপনির্বাচনে খারাপ ফলের জের, বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতার পদ থেকে ইস্তফা সিদ্দারামাইয়ার। তিনি জানিয়েছেন, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
কর্ণাটকে উপনির্বাচনে খারাপ ফলের জের, বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতার পদ থেকে ইস্তফা সিদ্দারামাইয়ার। তিনি জানিয়েছেন, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
কর্ণাটকে ১৫টি আসনে উপনির্বাচনে এখনও পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, ৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। এগিয়ে আরও ৬টি আসনে। কংগ্রেস একটি আসনে জয় পেয়েছে এবং এগিয়ে আরও একটি আসনে। অন্য একটি আসনে এগিয়ে নির্দল প্রার্থী।
কর্ণাটকে ১৫টি আসনে উপনির্বাচনে এখনও পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, ৬টি আসনে জয় পেয়েছে বিজেপি। এগিয়ে আরও ৬টি আসনে। কংগ্রেস একটি আসনে জয় পেয়েছে এবং এগিয়ে আরও একটি আসনে। অন্য একটি আসনে এগিয়ে নির্দল প্রার্থী।
শেষ খবর পাওয়া অনুযায়ী, কর্ণাটকে উপনির্বাচনে চারটি আসনে জয়ী বিজেপি, এগিয়ে আটটি আসনে। মানুষ খুব ভাল রায় দিয়েছেন, আমরা খুশি, মন্তব্য ইয়েদুরাপ্পার।
কর্ণাটকে ১৫টি কেন্দ্রে উপনির্বাচনে প্রথম ফল ঘোষিত। ইয়েল্লাপুর কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী আরাবাইল শিবরাম হেব্বার। তিনি ৩১ হাজারেরও বেশি ভোটে কংগ্রেস প্রার্থী ভীমান্না নায়েককে হারিয়ে দিয়েছেন। কংগ্রেসের যে ১৩ জন বিধায়ক দলত্যাগ করেন, তাঁদের অন্যতম হেব্বার। তিনি সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে উপনির্বাচনে প্রার্থী হন।
কর্ণাটকে ১৫টি কেন্দ্রে উপনির্বাচনে প্রথম ফল ঘোষিত। ইয়েল্লাপুর কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী আরাবাইল শিবরাম হেব্বার। তিনি ৩১ হাজারেরও বেশি ভোটে কংগ্রেস প্রার্থী ভীমান্না নায়েককে হারিয়ে দিয়েছেন। কংগ্রেসের যে ১৩ জন বিধায়ক দলত্যাগ করেন, তাঁদের অন্যতম হেব্বার। তিনি সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে উপনির্বাচনে প্রার্থী হন।
কর্ণাটকে ১৫টি কেন্দ্রে উপনির্বাচনে প্রথম ফল ঘোষিত। ইয়েল্লাপুর কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী আরাবাইল শিবরাম হেব্বার। তিনি ৩১ হাজারেরও বেশি ভোটে কংগ্রেস প্রার্থী ভীমান্না নায়েককে হারিয়ে দিয়েছেন। কংগ্রেসের যে ১৩ জন বিধায়ক দলত্যাগ করেন, তাঁদের অন্যতম হেব্বার। তিনি সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে উপনির্বাচনে প্রার্থী হন।
কর্ণাটকে ১৫টি কেন্দ্রে উপনির্বাচনে প্রথম ফল ঘোষিত। ইয়েল্লাপুর কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী আরাবাইল শিবরাম হেব্বার। তিনি ৩১ হাজারেরও বেশি ভোটে কংগ্রেস প্রার্থী ভীমান্না নায়েককে হারিয়ে দিয়েছেন। কংগ্রেসের যে ১৩ জন বিধায়ক দলত্যাগ করেন, তাঁদের অন্যতম হেব্বার। তিনি সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে উপনির্বাচনে প্রার্থী হন।


কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, ‘১৫টি কেন্দ্রে ভোটাররা যে রায় দিয়েছেন, সেটা আমাদের মেনে নিতে হবে। দলত্যাগীদের মেনে নিয়েছে মানুষ। আমরা হার স্বীকার করে নিয়েছি। আমাদের আশাহত হওয়ার কোনও কারণ নেই।’
কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, ‘১৫টি কেন্দ্রে ভোটাররা যে রায় দিয়েছেন, সেটা আমাদের মেনে নিতে হবে। দলত্যাগীদের মেনে নিয়েছে মানুষ। আমরা হার স্বীকার করে নিয়েছি। আমাদের আশাহত হওয়ার কোনও কারণ নেই।’
কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, ‘১৫টি কেন্দ্রে ভোটাররা যে রায় দিয়েছেন, সেটা আমাদের মেনে নিতে হবে। দলত্যাগীদের মেনে নিয়েছে মানুষ। আমরা হার স্বীকার করে নিয়েছি। আমাদের আশাহত হওয়ার কোনও কারণ নেই।’

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: কর্ণাটকে ১৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা চলছে। গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। কংগ্রেস দু’টি কেন্দ্রে এগিয়ে। একটি কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থী। বর্তমানে কর্ণাটকে বিজেপি-র পক্ষে একজন নির্দল বিধায়ক সহ ১০৫ জনের সমর্থন রয়েছে। বি এস ইয়েদুরাপ্পা সরকার টিকিয়ে রাখতে হলে আরও অন্তত ৬ জন বিধায়ককে জেতাতে হবে। সেই কারণেই এই উপনির্বাচনের ফল বিজেপি-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসও এই উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে।

ইয়েদুরাপ্পা ক্ষমতায় আসার আগে কংগ্রেসের ১৪ এবং জেডিএসের তিনজন বিধায়ক পদত্যাগ করেন। তৎকালীন স্পিকার সংশ্লিষ্ট বিধায়কদের পদ খারিজ করে দেন। পরবর্তীকালে অবশ্য সুপ্রিম কোর্ট ওই বিধায়কদের ভোটে লড়ার অনুমতি দেয়। তবে দু’টি কেন্দ্র সংক্রান্ত মামলা এখনও হাইকোর্টে চলছে। সেই কারণে ১৫টি কেন্দ্রে উপনির্বাচন হয়। আজ তারই ভোটগণনা চলছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.