নয়াদিল্লি: কর্নাটকে কংগ্রেসের পক্ষে বড়সড় অস্বস্তি।বিধানসভায় আস্থা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগে করে কংগ্রেস যে অডিও টেপ প্রকাশ করেছে তা ভুয়ো বলে মন্তব্য করলেন দলেরই এক বিধায়ক শিবরাম হেব্বার। ইয়েল্লাপুরের কংগ্রেস বিধায়ক এ ধরনের ভুয়ো অডিও ক্লিপ যাঁরা প্রকাশ্যে এনেছেন, তাঁদের নিন্দা করেছেন।
হেব্বার বলেছেন, এই অডিও ক্লিপের বিষয়টি তিনি পরে বিধানসভায় এসে জানতে পারেন। ওই অডিও ক্লিপটি বিজেপি নেতাদের সঙ্গে তাঁর স্ত্রীর দরকষাকষির রেকর্ড বলে দাবি। এ ব্যাপারে হেব্বার বলেছেন, অডিওতে যে মহিলার কন্ঠস্বর শোনা গিয়েছে, তা তাঁর স্ত্রীর নয়। তাঁর স্ত্রী এ ধরনের কোনও ফোন পাননি বলেও জানিয়েছেন হেব্বার। রাজনৈতিক ফায়দার জন্য যাঁরা এ ধরনের অডিও ক্লিপ প্রকাশ করেছেন, তাঁদের তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট মারফত এভাবেই ওই অডিও টেপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হেব্বার।




তাঁর ওই পোস্ট ব্যবহার করে কংগ্রেসকে আক্রমণ শানাতে দেরী করেনি বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, কংগ্রেস চূড়ান্ত মিথ্যাচার করছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে।
বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালভিয়ার ট্যুইট: নিজের ফেসবুক পোস্টে কংগ্রেস বিধায়ক হেব্বার তাঁর স্ত্রীকে বিজেপির পক্ষ থেকে ফোন করার কথা অস্বীকার করেছেন। তিনি ওই অডিও ক্লিপকে ভুয়ো আখ্যা দিয়েছেন। অমিত মালভিয়া এ ব্যাপারে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবারের আস্থা ভোটের আগে কংগ্রেস তিনটি অডিও টেপ প্রকাশ করেছিল। তারা দাবি করেছিল, বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে বিজেপি তাদের বিধায়কদের ভাঙাতে চাইতে। বিএস ইয়েদুরাপ্পা সরকার যাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে পারে এ জন্য বিজেপি তাদের বিধায়কদের দলে টানতে চাইছে বলে অভিযোগ করে কংগ্রেস।
ওই তিনটি অডিও ক্লিপের একটি হেব্বারের স্ত্রীর সঙ্গে বিজেপি নেতাদের কথাবার্তার রেকর্ড বলে দাবি করেছিল কংগ্রেস। ওই অডিও টেপে আস্থা ভোটে বিজেপির পক্ষে ভোট দিলে টাকা ও মন্ত্রী পদের টোপ দিতে শোনা গিয়েছে। কংগ্রেস দাবি করেছিল, হেব্বারের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর ঘনিষ্ঠ বিজে পুত্তুস্বামী।