বেঙ্গালুরু: বিয়ের পর চোখের জল মুছতে মুছতে সুন্দর করে সাজানো গাড়িতে উঠে শ্বশুরবাড়ি রওনা দেন নববধূ। এই দৃশ্যেই আমরা অভ্যস্ত। কিন্তু কর্নাটকের পুত্তুরে নতুন বউ কীসে করে শ্বশুরবাড়ি গেলেন জানেন? ইয়াব্বড় এক আর্থ মুভারে। তাঁর পতিদেবতা কাজ করেন জেসিবি মেশিন কোম্পানিতে, নিজের প্রিয় মেশিনে চড়িয়েই স্ত্রীকে বাড়ি নিয়ে গেলেন তিনি।

ওই ব্যক্তির নাম চেতন। বাড়ি পুত্তুরের সন্তইয়ার গ্রামে। পেশায় তিনি জেসিবি অপারেটর। বিয়ের মত গুরুত্বপূর্ণ দিনেও এতদিনের সঙ্গী মেশিনটিকে ছাড়তে পারেননি তিনি। ফুল টুল দিয়ে সাজিয়ে সেটিকে বিয়েবাড়ি নিয়ে আসেন তিনি। স্ত্রীকে চড়িয়ে নেন যেখান দিয়ে মাটি খোঁড়া হয় সেই মেশিনের বাকেটে। নিজেও কেবিনে বসেননি, বৌয়ের পাশে বসেই বাড়ির দিকে রওনা দেন তিনি।

১৮ তারিখ হয়েছে চেতনের বিয়ে। তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সব্বাই অবাক নতুন বৌয়ের ঠাণ্ডা মাথা আর সহ্য শক্তি দেখে। সত্যিই তো, অন্য কোনও মেয়ে কি বিয়ের পর এইভাবে আর্থ মুভারে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তাব হাসিমুখে মেনে নিত?