ম্যাঙ্গালুরু:  এমনিতেই সে মাতাল, টলমল করছে। তারপর হাতে পড়েছে ডেবিট কার্ড। নির্ধারিত ৪০ টাকার বদলে ৪ লাখ টাকা সোয়াইপ করে ফেলল কর্নাটকের উদুপি এলাকার এক টোল প্লাজা কর্মী। প্রচুর অশান্তির পর অভিযোগকারী তাঁর টাকা ফেরত পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার, রাত সাড়ে দশটা নাগাদ। কোচি-মুম্বই জাতীয় সড়ক ধরে গুন্ডমি টোল গেটে ৪০ টাকা দেওয়ার জন্য ডেবিট কার্ড বাড়িয়ে দেন এক চিকিৎসক। মাইসুরুর ওই বাসিন্দার পরিচয় শুধু রাও হিসেবে জানা গিয়েছে। চালক সহ গাড়িতে উপকূলের পাশের রাস্তা ধরে মুম্বই যাচ্ছিলেন তিনি। কার্ড সোয়াইপের পর টোল কর্মী রসিদ ধরিয়ে দেয় তাঁকে।

সঙ্গে সঙ্গে তাঁর মোবাইলে বার্তা চলে আসে, অ্যাকাউন্ট থেকে ৪লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। টোল কর্মীকে তা জানানো সত্ত্বেও তারা নিজেদের ভুল স্বীকার করেনি। প্রায় ঘণ্টাদুয়েক চেষ্টা করেও ওই চিকিৎসক পারেননি, তাঁর টারা উদ্ধার করতে। নিরুপায় চিকিৎসক সোজা চলে যান কোটা, ওই টোল গেট থেকে ৫ কিলোমিটারের মত দূরে। রাত একটা নাগাদ পুলিশে দায়ের করেন অভিযোগ। ফের টোল প্লাজায় ফিরে আসেন তিনি, সঙ্গে হেড কনস্টেবলকে নিয়ে।

পুলিশের চাপে টোল কর্মী নিজের ভুল স্বীকার করে নেয়। মেনে নেয়, ৪০ টাকার বদলে ভুল করে ৪ লাখ টাইপ করে সে। কিন্তু সে ওই টাকা চেকে ফিরিয়ে দিতে চাইলেও সংশ্লিষ্ট চিকিৎসক রাজি হননি। তিনি বলেন, পুরো টানা নগদে দিতে হবে।

অবশেষে টোল কর্মী যোগাযোগ করে টোল আদায়কারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। ভোর চারটের সময় চিকিৎসকের হাতে ধরিয়ে দেওয়া হয় ৩,৯৯,৯৬০ টাকা। ৪০ টাকা টোল কেটে নিয়ে।