ম্যাঙ্গালোর: অখিলা ওরফে হাদিয়া মামলা নিয়ে দেশময় তুমুল বিতর্কের মধ্যেই কর্নাটকে ‘লাভ জেহাদ’ রুখে দিল ভিএইচপির মহিলা সংগঠন দুর্গা বাহিনী। এক হিন্দু তরুণীর সঙ্গে মুসলমান ছেলের বিয়ে গায়ের জোরে আটকে দিল তারা।
ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালোরে। স্থানীয় একটি হিন্দু তরুণী আমির সোহেল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে জানতে পেরে হস্তক্ষেপ করেন দুর্গা বাহিনীর কর্মীরা। তাঁদের সঙ্গে হাত মেলান আরও কয়েকটি হিন্দু সংগঠনের কর্মী। সম্পর্ক ভাঙতে তাঁরা মেয়েটিকে বলেন, আমির সোহেল গাঁজা বিক্রি করে। এই ভাবে ওই তরুণীর মন ঘুরিয়ে দেন।
তাঁদের দাবি, গাঁজা খাইয়েই মেয়েটির মগজধোলাই করে ওই যুবক।
জানা গিয়েছে, মেয়েটি বলেছে, সে ওই মুসলিম যুবককে বিয়ে করবে না, নিজের ধর্ম ছাড়ারও প্রশ্ন নেই।
এ ধরনের প্রেমঘটিত সম্পর্কে এই সংগঠনগুলি এই প্রথম হস্তক্ষেপ করল এমন নয়। আরএসএস স্বীকৃত হিন্দু জাগরণ মঞ্চ বলেছে, যে সব মুসলিম মহিলা হিন্দু যুবকদের বিয়ে করতে আগ্রহী, তাঁদের সবরকমভাবে সাহায্য করবে তারা। শারীরিক, আর্থিক ও সামাজিক নিরাপত্তা দেওয়া হবে। এই মুসলিম মহিলাদের ধর্মান্তরণেরও প্রয়োজন নেই বলে তারা জানিয়েছে।
হিন্দু জাগরণ মঞ্চের বক্তব্য, যদি কোনও মুসলিম মেয়ের মুসলিম পরিবারে বিয়ে হয়, তাঁকে ১০টি সন্তান ধারণ করতে হবে, তারা বড় হয়ে কথা বলবে হিন্দুদের বিরুদ্ধে। কিন্তু তাঁর যদি হিন্দু পরিবারে বিয়ে হয়, অত সন্তান ধারণ করতে তো হবেই না, উল্টে হিন্দু সমাজকে তিনি শক্তিশালী করবেন।
কর্নাটকে ‘লাভ জেহাদ’ রুখল দুর্গা বাহিনী, বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 02:45 PM (IST)
দুর্গা বাহিনী
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -