ম্যাঙ্গালোর: কর্নাটক বিধানসভার দলীয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বিজেপি, আরএসএসকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও অন্যান্য দলীয় নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে কংগ্রেস সভাপতির আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বছরে ১৫-২০ লক্ষ কর্মসংস্থান। প্রতিটি শহরে তৈরি হবে রাজীব গাঁধীর নামে ক্লিনিক, গ্রামে গ্রামে গড়ে উঠবে ইন্দিরা ক্লিনিকস।
নতুন প্রজন্মের ভোটারদের মন জয়ে ১৮ থেকে ২৩ বছর বয়সি ছেলেমেয়েদের হাতে হাতে স্মার্ট ফোন তুলে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে ইস্তাহারে।
রাহুল দাবি করেন, ম্যানিফেস্টোতে যা যা বলা হয়েছে, সব অক্ষরে অক্ষরে পালন করা হবে, এমনকী আগের বারের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির ৯৫ শতাংশই পূরণ করা হয়েছে।
পাশাপাশি বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ওদের মতো আমরা মানুষের ওপর নিজেদের দর্শন চাপিয়ে দিই না। বিজেপির কর্মসূচি মিথ্যা প্রতিশ্রুতি, গোপন করে রাখা দুর্নীতিতে ভরা থাকবে বলেও দাবি করেন রাহুল। আরও বলেন, বিজেপির ইস্তাহার ঠিক করে দেয় দু-তিনটে বাছাই করা লোক, তাতে সঙ্ঘের দর্শন থাকবে, তা কর্নাটকের মানুষের জন্য নয়। কিন্তু তাঁদের ইস্তাহার হয়ে উঠবে কর্নাটকের মানুষের কণ্ঠস্বর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করে বলেন, উনি মানুষকে ওনার মন কি বাত বলতে চান, আর এই ইস্তাহারে রয়েছে কর্নাটকবাসীর মনের কথা।
কর্নাটকে ভোট হবে এক দফায়, ১২ মে।
কর্নাটক ভোটে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ রাহুলের, বছরে ১৫-২০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি, বিজেপি-আরএসএসকে নিশানা
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2018 12:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -