বেঙ্গালুরু: কর্নাটকে সরকার গঠনের জোর তত্পরতা কংগ্রেস-জেডিএস এবং বিজেপি উভয় শিবিরেই। তবে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে বিজেপির মুখমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। তাঁকেই সরকার গঠনের জন্য রাজ্যপাল ডাকতে পারেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে শপথগ্রহণ হবে আগামীকালই।আজই বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন ইয়েদুরাপ্পা।
এরইমধ্যে দল ভাঙানোর অভিযোগও উঠে এসেছে।
এদিন ইয়েদুরাপ্পা রাজ্যপাল ভাজুভাই ভালার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। দেখা করে বেরিয়ে আসার পর ইয়েদুরাপ্পা বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেছেন রাজ্যপাল।
রাজ্য বিধানসভার ২২৪ আসনের মধ্যে ১০৪ আসনে জিতে বিজেপি একক সংখ্যারগরিষ্ঠতা পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যার থেকে কিছুটা দূরেই থামতে হয়েছে গৈরিক দলকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে বলে দাবি বিজেপির। তাঁরাই সরকার গঠন করতে পারবেন বলে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা। তিনি বলেছেন, নির্দল বিধায়ক শঙ্কর বিজেপিকে সমর্থনের প্রস্তাব জানিয়ে চিঠি লিখেছেন।
বিজেপির অন্যান্য নেতারাও সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, অস্বাভাবিক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।
অন্যদিকে, সরকার গঠনের জন্য তত্পরতা জেডিএস শিবিরেও। দলের পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন এইচ ডি কুমারস্বামী। তিনি অভিযোগ করেছেন, ঘুষ দিয়ে ঘোড়া কেনাবেচার মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। কুমারস্বামীর অভিযোগ, তাঁর দলের বিধায়কদের ভাঙাতে ১০০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। তিনি বলেছেন, আমি জানতে চাই ওই অর্থ কালো না, সাদা।
জাভড়েকর অবশ্য এই অভিযোগ খারিজ করে বলেছেন, আসলে ওদের বিধায়করাই জোট নিয়ে খুশি নন।
কুমারস্বামী বলেছেন, কংগ্রেস ও জেডিএসের মিলিত আসন সংখ্যা ১১৬ (জেডিএসের ভোটের আগের শরিক বিএসপি-র আসন সহ)। কিন্তু কেন্দ্রে সরকারের ক্ষমতার অপব্যবহার করে ঘোড়া কেনাবেচার মাধ্যমে বিজেপি সরকার গঠন করতে চাইছে বলে তাঁর অভিযোগ।
তিনি আরও বলেছেন, এটা ঠিক যে, কোন দলকে সরকার গড়তে ডাকা হবে, তা রাজ্যপালের ওপর নির্ভর করছে। কিন্তু প্রয়োজনীয় সদস্যের সমর্থন ছাড়া বিজেপি কীভাবে সরকার গঠন করবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
একটি প্রশ্নের উত্তরে বিজেপির সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কুমারস্বামী। তিনি বলেছেন, রাজ্য কংগ্রেসের সভাপতির সঙ্গে তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন।
বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও। তাঁর অভিযোগ, নব নির্বাচিত বিধায়কদের ভাঙাতে চাইছে বিজেপি। তবে বিজেপির এই চেষ্টা ব্যর্থ হবে বলেও দাবি করেছেন তিনি।
সংবাদসংস্থার খবর, জেডিএসের পরিষদীয় দলের বৈঠকে গরহাজির ছিলেন দলের দুই নব নির্বাচিত বিধায়ক রাজা ভেঙ্কটপ্পা নায়াকা ও ভেঙ্কট রাও নাদাগৌড়া।
এছাড়াও কংগ্রেসের তিন নয়া বিধায়কের খোঁজ মিলছে না বলে খবর। তবে ওই খবর অস্বীকার করেছে কংগ্রেস। দলের পরিষদীয় বৈঠকে প্রায় ডজনখানেক নয়ানির্বাচিত বিধায়কের অনুপস্থিতি প্রসঙ্গে কংগ্রেস নেতা জি পরমেশ্বর বলেছেন, কয়েকজন দেরিতে এসেছেন। কারণ, তাঁর বিশেষ বিমানে বিদর থেকে এসেছেন।
কাল ইয়েদুরাপ্পার শপথ, খবর সূত্রের, বিধায়ক ভাঙাতে ১০০ কোটি টাকা ঘুষের টোপ দিচ্ছে বিজেপি, অভিযোগ কুমারস্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2018 02:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -