বেঙ্গালুরু: কর্ণাটকে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গোলমাল হয়েছে বলে অভিযোগ করলেন দক্ষিণ কন্নড় জেলার সাতজন কংগ্রেস প্রার্থী। তাঁরা গতকাল প্রথমে নিজেদের কেন্দ্রের রিটার্নিং অফিসারদের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর ডেপুটি কমিশনারের কাছে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন।


দক্ষিণ কন্নড় জেলায় আটটির মধ্যে মাত্র একটি আসন পেয়েছে কংগ্রেস। গতকাল ফল প্রকাশিত হওয়ার পরেই ইভিএম নিয়ে সরব হয় কংগ্রেস। বেলঠানগাডির প্রার্থী কে বসন্ত বাঙ্গেরা, বন্টভালের প্রার্থী কে রামনাথ রাই, ম্যাঙ্গালোর সিটি উত্তরের প্রার্থী বি এ মহিউদ্দিন বাভা, ম্যাঙ্গালোর সিটি দক্ষিণের প্রার্থী জে আর লোবো, মোদাবিদ্রির প্রার্থী কে অভয়চন্দ্র, পুত্তুরের প্রার্থী শকুন্তলা টি শেট্টি ও সুলিয়ার প্রার্থী বি রঘু ইভিএম নিয়ে অভিযোগ দায়ের করেছেন।

কর্ণাটকের কংগ্রেস সভাপতি এল নারায়ণের দাবি, ‘ইভিএম-এ সমস্যা ছিল। না হলে রামনাথ রাইয়ের মতো প্রবীণ নেতাদের হারের কোনও কারণ নেই।’ কংগ্রেস সাধারণ সম্পাদক মোহন প্রকাশও বলেছেন, ‘অতীতে বিজেপি সহ বিভিন্ন দল ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এখন সব দলই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে ব্যালটে ভোট করতে বিজেপি-র সমস্যা কোথায়?’