বেঙ্গালুরু: কর্নাটকে বিজেপি বনাম কংগ্রেস-জেডিএস দড়ি টানাটানিতে আপাতত বিজেপিই জয়ের হাসি হাসল। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। গভীর রাতে সুপ্রিম কোর্টে গিয়েও তাঁর শপথগ্রহণ আটকাতে পারেনি কং-জেডিএস। শপথগ্রহণে স্থগিতাদেশ জারি না করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ১৫ দিনের মধ্যে ইয়েড্ডিকে কক্ষে সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

আজ সকাল ৯টায় ইয়েদুরাপ্পার শপথগ্রহণ। তাঁর সঙ্গে শপথ নিতে পারেন আরও কয়েকজন বিধায়ক। তাৎপর্যপূর্ণ হল, কং-জেডিএসের ৯ জন বিদ্রোহী বিধায়কও আজ মন্ত্রী পদে শপথ নিতে পারেন।

কার্য়ত নজিরবিহীনভাবে রাত ২টো ১১ মিনিট নাগাদ শুরু হয় কর্নাটকে উদ্ভূত পরিস্থিতির জেরে কংগ্রেসের করা মামলার শুনানি। শুনানি হয় বিচারপতি এ কে সিকরি, এস কে বোবদে ও অশোক ভূষণের বেঞ্চে। ৩ ঘণ্টার বেশি ধরে চলে গোটা প্রক্রিয়া, বিচারপতিরা বলেন, শপথগ্রহণে স্থগিতাদেশ জারি করা তাঁদের পক্ষে সম্ভব নয়, বিষয়টি রাজ্যপালের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

তবে বিজেপির পক্ষে যে কর্নাটক দখলের রাস্তা এর ফলে কুসুমাস্তীর্ণ হয়ে গেল, তাও নয়। শীর্ষ আদালত তাদের কাছে ইয়েড্ডি সরকারকে সমর্থন দেওয়া বিধায়কদের নামের তালিকা চেয়েছে। ১৫ দিনের মধ্যে প্রমাণ করতে হবে গরিষ্ঠতা।

আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি।