নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের পর অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপি-কে রাখা হলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তবে ফলপ্রকাশের আগে তিনি আস্তিন থেকে দলিত তাস বার করে ফেললেন। সিদ্দারামাইয়া বলেছেন, হাইকমান্ড যদি কোনও দলিতকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁর কোনও আপত্তি নেই। তিনি সরে দাঁড়াবেন।


এর আগে বুথফেরত সমীক্ষাকে ‘সপ্তাহান্তের বিনোদন’ আখ্যা দেন সিদ্দারামাইয়া। তিনি দাবি করেন, কংগ্রেসই ক্ষমতায় ফিরবে। পাল্টা বিজেপি-র মুখ্যমন্ত্রী প্রার্থী বি এস ইয়েদুরাপ্পা দাবি করেছেন, ‘বিজেপি ১২৫ থেকে ১৩০-এর বেশি আসন পাবে। কংগ্রেস ৭০-এর বেশি আসন পাবে না এবং জেডিএস ২৪-২৫ পেরোবে না। সিদ্দারামাইয়া ও কংগ্রেসের বিরুদ্ধে জনতার ক্রোধ এবং বিজেপি-র পক্ষে নীরব ও জোরদার হাওয়া রয়েছে। ১৭ তারিখ বিজেপি-ই সরকার গড়বে।’