বেঙ্গালুরু: আমি মন্দিরে যাই না। ঈশ্বর আমার ভিতরেই আছেন। সর্বশক্তিমানের আশীর্বাদ সবসময় আমি পাই। নরেন্দ্র মোদীর কর্নাটক ভোটের মধ্যে নেপালে সফরে মন্দির দর্শন, ভোট দেওয়ার আগে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পার মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্নের এমনই উত্তর দিলেন সিদ্দারামাইয়া।

ইয়েদুরাপ্পা এদিন ভোটপর্বের মধ্যেই ট্যুইট করেন, বিজেপি ২২৪টির মধ্যে অন্তত ১৫০টি আসন পাবে রাজ্যে। বিজেপির জয় সম্পর্কে কোনও সংশয়ই নেই তাঁর। প্রভাবশালী এই লিঙ্গায়েত নেতা জানিয়ে দেন,  ভোট গ্রহণের দিনই আমি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি অমিত শাহকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে আসব। ১৪৫-১৫০ আসন পেয়ে ১৭ মে সন্ধ্যায় সরকার গড়ছি।

এ ব্যাপারে প্রতিক্রিয়া চাওয়া হলে সিদ্দারামাইয়ার জবাব, উনি মানসিক অসুস্থ। নিজের দলের আসন কত হবে, জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেস ১২০-র বেশি আসন পাবে। চূ়ড়ান্ত আধিপত্য ধরে রেখে ক্ষমতায় ফিরবে।



তিনি ট্যুইট করে বলেন, আমি আর আমার ছেলে ডাঃ যতীন্দ্র সিদ্দরামাইয়া বরুণায় আজ ভোট দিয়েছি। কর্নাটকের ভোটাররা বরাবরের মতোই বিচক্ষণতা, রাজনৈতিক প্রাজ্ঞতা দেখাবেন, বদলের সূচনা করবেন, যা আমাদের দেশের সবচেয়ে বেশি প্রয়োজন আজ। আপনারা সবাই ভোট দিন শান্তিপূর্ণ,  সবাইকে নিয়ে চলে, এমন কর্নাটকের জন্য।



এবার তিনি চামুন্ডেশ্বরী ও বাদামি, দুটি কেন্দ্র থেকেই লড়ছেন। অন্যদিকে ইয়েদুরাপ্পা প্রার্থী হয়েছেন শিকারিপুরায়।