কর্ণাটক: খুনের চেয়েও ভয়ঙ্কর ধর্ষণ! দেশে ক্রমাগত মহিলাদের ওপর অত্যাচার বেড়ে চলেছে। এই সমস্ত ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ করেছে কর্ণাটক হাইকোর্ট।


গণধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার সঙ্গে সঙ্গে মৃত্যুদন্ড দেওয়ার সুপারিশ করে কর্ণাটক হাইকোর্ট।  ২০১২ সাালের 'ন্যাশানাল ল স্কুল অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি'র গণধর্ষণকাণ্ডে ৭ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকে বহাল রেখে এই সুপারিশ করে হাইকোর্ট।

বিচারপতি বি ভীরাপ্পা ও  বিচারপতি কে নটরঞ্জনের ডিভিশান বেঞ্চ এদিন ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারাকে ফের পরিবর্তন করার সুপারিশ করেন। আদালত সূত্রে আইনবিভাগ ও কেন্দ্রীয় সরকারের কাছে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার সঙ্গে মৃত্যুদণ্ডকেও যোগ করার আর্জি জানানো হয়।

আদালতের তরফে যোগ করা হয়, 'ধর্ষণ কেবল মেয়েদের ওপর অত্যাচার নয়, সমাজের বিরুদ্ধে একটি অপরাধ।'

২০১২ সালের ১৩ অক্টোবর রাত ৯টার সময় বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় চত্বরে আক্রান্ত হয় এক ছাত্রী। সেই ঘটনায় ৭ অভিযুক্তের যাবজ্জীবনের সাজা বহাল রেখে এই আবেদন করে কর্ণাটক হাইকোর্ট।