কংগ্রেস বিধায়কের ৫ লক্ষ টাকা অনুদান প্রত্যাখ্যান কর্নাটকে নিহত বজরং দল কর্মীর পরিবারের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jan 2018 02:28 PM (IST)
ম্যাঙ্গালুরু: কংগ্রেস বিধায়কের অর্থ সাহায্য প্রত্যাখ্যান সম্প্রতি দুষ্কৃতী হামলায় নিহত বজরং দল কর্মী দীপক রাওয়ের পরিবারের। ম্যাঙ্গালুরু নর্থের কংগ্রেস বিধায়ক মহিউদ্দিন বাভা দলের কর্নাটক বিধান পরিষদের চিফ হুইপ ইভান ডিসুজাকে সঙ্গে নিয়ে দীপকের পরিবারের সঙ্গে দেখা করে ৫ লক্ষ টাকা নিজে থেকে দিতে চান। কিন্তু দীপকের বাড়ির লোকজন জানিয়ে দেন, তারা অর্থ চান না।
গত ৩ জানুয়ারি দীপককে কুপিয়ে হত্যা করে চারজন। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তরা সবাই ধরা পড়ে।
দীপকের পরিবার পুলিশ 'গোপন অভিযান' চালিয়ে তার মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে বাভার কাছে ক্ষোভ জানান।
বাভা দীপকের মা, পরিবারের অন্যদের বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পরামর্শ মেনেই তার শেষকৃত্যে তিনি যাননি। তাঁরা যাতে যাবতীয় সরকারি সাহায্য পান, সেজন্য তাঁদের যথাসাধ্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বাভা। বিরোধী দল বিজেপি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধী শিবিরকে রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ভাষণ দেওয়া থেকে বিরত থাকার আবেদন জানান ডিসুজা।
যদিও বিজেপির দীপকের হত্যায় জেহাদি বাহিনীকে কাঠগড়ায় তুলে তাদের প্রতি রাজ্যে ক্ষমতাসীন সিদ্দারামাইয়া সরকার নরম বলে অভিযোগ এনেছে। তাদের দাবি, এর ফলে ২২ জন হিন্দুত্ববাদী কর্মী এ পর্যন্ত খুন হয়েছেন। যদিও সব অভিযোগ খারিজ করেছে কংগ্রেস।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -