জখম অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাল্য হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি এখন বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমারের অভিযোগ, কর্নাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা ফুটে উঠল এ ঘটনায়। এজন্য দায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কংগ্রেস। রাজ্য থেকে ওদের বিদেয় হওয়ার সময় এসে গিয়েছে।
তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। খুনের উদ্দেশ্যেই এই হামলা বলে জানিয়েছেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ দেবগৌড়া এ ঘটনায় আইন শৃঙ্খলার বেহাল দশা ফুটে উঠেছে বলে জানিয়ে এজন্য রাজ্য সরকারকে দায়ী করেন।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনবার হামলাকারী ছুরি মারে লোকায়ুক্তকে। সে একাই ছিল।
হামলাকারী টুমাকুরুর বাসিন্দা। পেশায় কন্ট্র্যাক্টর। লোকায়ুক্তর কাছে টেন্ডার সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়েছিল সে।
কর্নাটক কংগ্রেস এ ঘটনার নিন্দা করে বলেছে, খুবই দুঃখজনক ব্যাপার এটা। কী কারণে এই হামলা জানা দরকার। লোকায়ুক্তের ওপর হামলাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি আমরা।