যৌন কেলেঙ্কারির জেরে ইস্তফা কর্নাটকের মন্ত্রীর
ABP Ananda, web desk | 14 Dec 2016 08:19 PM (IST)
বেঙ্গালুরু: যৌন কেলেঙ্কারির জেরে ইস্তফা কর্নাটকের আবগারিমন্ত্রী এইচ ওয়াই মেটির। ফাঁস হওয়া ওই ভিডিও টেপে মেটিকে একটি মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় সংবাদ চ্যানেলে ওই টেপ ফাঁস হওয়ার পর শোরগোল পড়ে যায়। তিরিশ মিনিটের ভিডিওটির তিরিশ সেকেন্ডের একটি অংশ ব্লার করে এ দিন টেলিভিশনে সম্প্রচারিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭০ বছরের মন্ত্রী ইস্তফা দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে গিয়ে মন্ত্রী নিজের ইস্তফাপত্র জমা দেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, ওই পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠানো হবে। ইস্তফার পর মেটি বলেছেন, সরকার যাতে কোনও সমস্যায় না পড়ে তা নিশ্চিত করতেই তিনি ইস্তফা দিলেন। মেটির দাবি, তিনি কোনও ভুল করেনি। তদন্তে সব জানা যাবে।