বেঙ্গালুরু: কিশোরী মেয়ে প্রেমে পড়ে পড়াশোনার ফাঁকি দিচ্ছিল। পরীক্ষায় ফেল হওয়ার পর রাগে অগ্নিশর্মা হয়ে মেয়েকে রডের বাড়ি মেরে খুন করলেন মা। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কর্নাটকের কোলার জেলায়। অভিযুক্ত মা ৪৫ বছরের ভেঙ্কটাম্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

কোলারের পুলিশ সুপার রোহিনী কাটোচ জানিয়েছেন, ধৃত ভেঙ্কটাম্মা পেশায় খেতমজুর। তিনি অপরাধের কথা স্বীকার করেছেব। গত সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভেঙ্কটাম্মার ১৮ বছরের মেয়ে তাঁদেরই গ্রাম চিন্নাপুরার এক তরুণের প্রেমে পড়েছিল।  এরপর মেয়ে পড়াশোনায় ফাঁকি দিচ্ছিল। পরীক্ষায় ফেলও করে। এতে আর মাথার ঠিক রাখতে পারেননি ভেঙ্কটাম্মা। তাঁর লোহার রডের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ের।