বিধায়কদের আটকে রাখতে হবে বিধানসভায়, মিড ডে মিল দেওয়ার কথা ভাবছে কর্নাটক সরকার
ABP Ananda, Web Desk | 13 Oct 2017 11:41 AM (IST)
বেঙ্গালুরু: শুনশান বিধানসভা। অধিবেশন চলছে কিন্তু বিধায়করা বেশিরভাগই অনুপস্থিত। ফলে স্পিকারকে বারবার অধিবেশন স্থগিত রাখতে হচ্ছে। এমনই পরিস্থিতি কর্নাটক বিধানসভায়। অবস্থা এমন ঘোরালো যে এই জুন মাসে স্পিকার কে বি কোলিওয়াড়কে বারবার স্থগিত করে দিতে হয়েছে অধিবেশন। কারণ, হাউসে ২৪ জন বিধায়কও ছিলেন না। প্রতিটি সেশনের আগে সকালে বিকেলে সই করে ভেতরে ঢোকা আবশ্যক করা হয়েছে। তাতেও লাভ হয়নি বিশেষ। অনেক বিধায়কই এসে খাতায় সই করছেন। তারপর কেটে পড়ছেন টুক করে। নাজেহাল স্পিকার তাই নতুন এক পন্থার কথা ভাবছেন। একদম সরকারি স্কুলের ধাঁচে বিধায়কদের অধিবেশন ফাঁকি দেওয়া ঠেকাতে মিড ডে মিল চালুর কথা বলেছেন তিনি। আপাতত কর্নাটক বিধানসভায় শুধু হালকা খাবার পাওয়া যায়। কিন্তু স্পিকারের বক্তব্য, মিড ডে মিল চালু হলে মধ্যাহ্নভোজ করার জন্য বিধায়কদের বাইরে যেতে হবে না, বিধানসভা ভবনেই খাবার পাবেন। ফলে সকালে যদি নাও হয়, দুপুরের অধিবেশনে বিধায়কদের ভিড় বাড়বে। কর্নাটকের বিধায়করা প্রতি মাসে মাইনে পান ৬৫,০০০ টাকা, নিজের কেন্দ্রে সফর করতে ভাতা পান মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা। এছাড়াও বৈঠকে যোগ দিতে রোজ দেওয়া হয় ১,০০০ টাকা ভাতা। এরপরেও বিধানসভার অধিবেশনে কার্যত দেখাই মেলে না তাঁদের।