বেঙ্গালুরু: কর্নাটকের দখলের যুদ্ধক্ষেত্রে আজ নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি ও অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে কর্নাটক বিজেপি মুখ্য নির্বাচন অফিসারের কাছে অভিযোগ দায়ের করল। তাদের অভিযোগ, জিগনেশ ও প্রকাশ প্রধানমন্ত্রী মোদী ও দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন।


অভিযোগপত্রে বিজেপি দাবি করেছে, জিগনেশ প্রধানমন্ত্রীকে কর্পোরেট সেলসম্যান ও চোর বলেছেন। ২৯ তারিখ বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী আসলে কর্পোরেটদের সেলসম্যান, একজন চোর যিনি লুঠ করছেন দেশকে।

শুধু জিগনেশ নন, বর্ষীয়াণ অভিনেতা প্রকাশ রাজও প্রধানমন্ত্রী ও ইয়েদুরাপ্পার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। ভোট শেষ না হওয়া পর্যন্ত জিগনেশ মেভানি, প্রকাশ রাজ কাউকেই কর্নাটকে কোনও সভা-সমাবেশ করতে না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে তারা।

১২ তারিখ কর্নাটক বিধানসভা ভোট। ফলপ্রকাশ ১৫ তারিখ।