নয়াদিল্লি: দীর্ঘ কয়েকদিন ধরে চলা বিস্তর আলোচনা ও দর-কষাকষির পর অবশেষে কর্নাটকের শাসক জোটের মধ্যে চূড়ান্ত হল দফতর-ভাগাভাগি।
সূত্রের খবর, কুমারস্বামীদের কাছে থাকবে অর্থ দফতর। স্বরাষ্ট্র দফতর পাবে কংগ্রেস। গতকাল থেকে জোট সরকারের দুই শরিকের মধ্যে পাঁচ দফা বৈঠক হয়। এরপরই বৃহস্পতিবার দফতর-রফা চূড়ান্ত হয়।
বর্তমানে মা সনিয়া গাঁধীর চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সূত্রের খবর, এই দফতর-রফা নিয়ে ফোনে রাহুলের সঙ্গে ফোনে কথা বলেন শীর্ষ দলীয় নেতারা।
জেডিএস নেতা দানিশ আলি জানান, তিনি বেঙ্গালুরু গিয়ে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও দফতর-বণ্টনে সিলমোহর না পরায় শাসক দলকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে বিরোধীরা।
যদিও, এই বিলম্ব নিয়ে চিন্তিত নয় কংগ্রেস। এই প্রসঙ্গে, কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, এটা কোনও ব্যাপারই নয়। তাঁর পাল্টা যুক্তি, ইতালিতে কোনও সরকার নেই। বেলজিয়ামেও ন’মাস কোনও সরকার ছিল না।
দফতর রফার পাশাপাশি, কর্নাটকে পূর্ণ মেয়াদের স্থায়ী সরকার গঠন করতে শরিক জেডিএস-এর সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সারছে কংগ্রেস। এআইসিসি সাধারণ সম্পাদক অশোক গহলৌত জানান, কংগ্রেস ও জেডিএস-এর যৌথ নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে সমন্বয় কমিটি গঠন এবং অভিন্ন ন্যূনতম কর্মসূচির কার্যকারিতা নিশ্চিত করতেই এই বিলম্ব হচ্ছে।