হামলাকারীর পরিচয় জানা গিয়েছে। ফারহান পাশা নামে ২৫ বছরের ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তার চাকরির ব্যবস্থা না করে দেওয়ায় ক্ষোভে বিধায়কের ওপর সে আক্রমণ চালিয়েছে। জানা গেছে, অভিযুক্ত চাকরির ব্যবস্থার জন্য বেশ কয়েকবার বিধায়কের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এরপরও চাকরি না হওয়ায় সে বিধায়কের ওপর চড়াও হয়। আক্রমণের পর ফারহান পালানোর চেষ্টা করে। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সমর্থকরা তাকে ধরে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চিকিত্সকদের একটি দল অস্ত্রোপচার করে। গলার আশেপাশে অভ্যন্তরীন অঙ্গ সহ রক্তজালিকা ও নার্ভে গুরুতর জখম হয়েছে। রক্তপাত নিয়ন্ত্রণে এসেছে। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধ দেওয়া হচ্ছে।
আক্রমণের ঘটনার তদন্ত চলছে এবং আক্রমণকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৫২ বছরের সাইত মহীশূরের নরসিমহারাজা বিধানসভা আসনের বিধায়ক। এই আসন থেকে তিনি পাঁচবার জয়ী হয়েছেন। সিদ্দারামাইয়া মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। এর আগে এসএম কৃষ্ণর জমানাতেও মন্ত্রী ছিলেন তিনি।