নয়াদিল্লি: প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের গ্রেফতারি নিয়ে তুঙ্গে কংগ্রেস ও বিজেপি-র রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ, নীরব মোদী, মেহুল চোকসিদের পিএনবি জালিয়াতি থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই কার্তিকে গ্রেফতার করা হয়েছে। বিরোধীদের দমানোর জন্য প্রতিহিংসার রাজনীতি করছে এনডিএ সরকার। পাল্টা বিজেপি-র দাবি, তদন্তকারী সংস্থাগুলি দুর্নীতির প্রমাণ পেয়েছে বলেই কার্তিকে গ্রেফতার করেছে। এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়।
আইএনএক্স মিডিয়ায় মামলায় আজ সকালে চেন্নাই বিমানবন্দর থেকে কার্তিকে গ্রেফতার করেছে সিবিআই। লন্ডন থেকে দেশে ফেরার পরেই গ্রেফতার হয়েছেন কার্তি। এরপরেই বিজেপি-কে তোপ দেগে কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘নীরব মোদী, মেহুল চোকসি হোক বা দ্বারকাদাস শেঠ জুয়েলার্স, প্রতিদিন মোদী সরকারের দুর্নীতি প্রকাশ্যে চলে আসছে। সেটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই কার্তি চিদম্বরমকে গ্রেফতার করা হল। বিরোধীদের টার্গেট করার জন্য প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি সরকার। তবে তা সত্ত্বেও কংগ্রেসকে মানুষের সামনে সত্য তুলে ধরা থেকে আটকানো যাবে না।’
অপর এক কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘পি চিদম্বরম ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে প্রতিহিংসার মাধ্যমে কংগ্রেসকে থামানো যাবে না। আমরা সত্য প্রকাশের কাজ চালিয়ে যাব।’
কংগ্রেসের এই আক্রমণের জবাবে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘কেউই সংবিধানের চেয়ে বড় নয়। তদন্তকারী সংস্থাগুলি নিজেদের কাজ করছে। এটা আইনি বিষয়। এক্ষেত্রে রাজনীতি করা উচিত নয়।’
পিএনবি জালিয়াতি থেকে দৃষ্টি ঘোরাতেই গ্রেফতার কার্তি, অভিযোগ কংগ্রেসের, পাল্টা বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2018 12:53 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -