নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কার্তি চিদম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি এস পি গর্গ বলেন, কার্তির বিচার এড়ানোর কোনও সম্ভাবনা নেই। তাঁর বাবা-মা আইনজীবী, তাঁর পরিবার আছে, তিনি সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি এবং এর আগে কোনও অপরাধে নাম জড়ায়নি। তাই কার্তিকে জামিন না দেওয়ার কোনও কারণ নেই। বিশেষ সিবিআই আদালতে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের জামিনদার রাখলে জামিন পেতে পারেন কার্তি।

গত ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় কার্তিকে। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই। কার্তি ইতিমধ্যে কয়েকবার জামিনের আবেদন জানান। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। আজ অবশ্য হাইকোর্ট বলেছে, কার্তি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হচ্ছে।

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তির জামিন মঞ্জুর করলেও, হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তিনি নিম্ন আদালতের আগাম অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে পারবেন না, সিবিআই-এর অনুমতি ছাড়া দেশে বা বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না, তদন্তকারীদের না জানিয়ে তিনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে জড়িত, সেখানে নিজের ভূমিকা বদলাতে পারবেন না এবং যখনই প্রয়োজন তদন্তকারীদের সঙ্গে দেখা করতে হবে।