মুম্বই: মেয়ে শিনা বোরা হত্যায় গ্রেফতার হলেও ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর স্বামী পিটায় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আর্থিক কেলেঙ্কারিরও অভিযোগ উঠেছে। আর এবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের নামও জড়িয়ে গেল তাঁদের সঙ্গে।

ইন্দ্রাণী দাবি করেন, তাঁদের সংস্থা আইএনএক্স মিডিয়ায় ৩০০ কোটি টাকার মত বিদেশি বিনিয়োগের প্রস্তাবে সিলমোহর চেয়ে তাঁরা দেখা করেন তৎকালীন অর্থমন্ত্রী চিদম্বরমের সঙ্গে। তখন চিদম্বরম নাকি তাঁদের বলেন, তাঁর ছেলের ব্যবসায় সাহায্য করতে। এরপর গত সপ্তাহে দুর্নীতির অভিযোগে চিদম্বরম পুত্র কার্তিকে গ্রেফতার করে সিবিআই।

আর এবার কার্তি ও ইন্দ্রাণীকে মুখোমুখি বসিয়ে জেরা করল সিবিআই। মুম্বইয়ের বাইকুল্লা মহিলা জেলের একটি আলাদা ঘরে ইন্দ্রাণীকে ডাকা হয়। সেখানেই আনা হয় কার্তিকে। ছিলেন ৬ জন সিবিআই অফিসারও। জেল আধিকারিকদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। তবে ২ জন মহিলা কনস্টেবল ও ১ পুরুষ পুলিশ অপিসার ইন্দ্রাণীর গতিবিধির ওপর নজর রাখতে ঘরের বাইরে মোতায়েন ছিলেন।

মঙ্গলবার পর্যন্ত কার্তি চিদম্বরমকে তাদের হেফাজতে পেয়েছে সিবিআই। বিশেষ আদালত তাঁর বাড়ির খাবারের অনুরোধ রাখেনি ঠিকই তবে ওষুধবিষুধ রাখার অনুমতি পেয়েছেন তিনি, চলছে স্বাস্থ্য পরীক্ষাও। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে আর্থার রোড জেলে, যেখানে বন্দি রয়েছেন পিটার মুখোপাধ্যায়।