এয়ারসেল-ম্যাক্সিস মামলায় ১৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না কার্তিকে, জানাল আদালত
Web Desk, ABP Ananda | 24 Mar 2018 06:22 PM (IST)
নয়াদিল্লি: গতকালই আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কার্তি চিদম্বরম। আজ এয়ারসেল-ম্যাক্সিস মামলাতেও স্বস্তি পেলেন তিনি। দিল্লির অন্য একটি আদালত জানিয়ে দিল, ১৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না তাঁকে। তবে এই সময়ের মধ্যে তিনি অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না এবং যখনই প্রয়োজন তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। টু জি স্পেকট্রাম দুর্নীতির পরিপ্রেক্ষিতে এয়ারসেল-ম্যাক্সিস মামলা দায়ের করেছে সিবিআই ও ইডি। এই মামলাতেই কার্তির গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিতে গিয়ে বিশেষ আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘জবাব দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় চেয়েছে সিবিআই। ভারতীয় ফৌজদারি বিধির ৪১ এ ধারা অনুযায়ী এই সময়ের মধ্যে কার্তিকে গ্রেফতার করা যাবে না।’ আজ শুনানিতে কার্তির আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় কোনও অভিযোগ নেই। তিনি ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের আধিকারিকদের চিনতেন, এমন কোনও প্রমাণও নেই। পাল্টা সিবিআই-এর আইনজীবী কে কে গোয়েল বলেন, কার্তির জামিনের আবেদন মঞ্জুর করা উচিত নয়। ইডি-র দায়ের করা মামলার শুনানিতে কার্তির আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেন, তাঁর মক্কেল তদন্তকারীদের সঙ্গে সবরকমভাবে সহযোগিতা করছেন। তিনি প্রমাণ নষ্ট করবেন না দেশ ছেড়ে চলে যাবেন, এমন কোনও সম্ভাবনাও নেই। ইডি-র আইনজীবী নীতীশ রানা অবশ্য জামিনের বিরোধিতা করেন।