চেন্নাই:  ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি অসুস্থ। বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

৯২ বছ বয়সি তামিলনাড়ুর এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই বছর পাঁচবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বারের জন্যে তিন সপ্তাহের মধ্যে ফের একবার হাসপাতালে ভর্তি হলেন ডিএমকে প্রধাণ।

সূত্রের খবর, গতকাল সন্ধেবেলা হঠাত্ শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় করুণানিধির। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয় তাঁর ফুসফুস ও গলায় সংক্রমণ রয়েছে। চিকিত্সা শুরু হয়েছে ডিএমকে প্রধাণের। এখন তাঁর অবস্থা স্থিতিশীল, কাবেরী হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানায় চিকিত্সকের একটি দল।

উল্লেখ্যে তামিলনাড়ুর এইমুহূর্তে সবচেয়ে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব এবছর মে মাসে নির্বাচনের সময় সুস্থই ছিলেন। সেসময় তিনি প্রায় ডজন খানেক রাজনৈতিক সমাবেশে অংশ নেন। এরপর অক্টোবর থেকে বারংবার অসুস্থ হয়ে পড়েন ডিএমকে প্রধাণ। তাঁর সঙ্গে দলের অন্য নেতা-মন্ত্রীদের এইমুহূর্তে দেখা করার কোনও অনুমতি নেই।