সিমলা:  সুপ্রিম কোর্টের নির্দেশে হিমাচল প্রদেশের কসৌলি শহরে বেআইনিভাবে তৈরি ১৩টি অতিথিশালা ও রিসর্ট ভাঙার কাজ তদারকিতে গিয়ে গুলিতে খুন হন অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার শৈলবালা শর্মা। এরপর থেকেই তাঁর হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তের সন্ধানে নামে পুলিশ। অবশেষে হিমাচল প্রদেশ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে মেরঠ থেকে গ্রেফতার করা হল তাকে।


 

বিজয় ঠাকুর নামে ওই অভিযুক্ত কসৌলিতে এক অতিথিশালার মালিক। তার বিরুদ্ধেই অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার শৈলবালাকে গুলি করার অভিযোগ ছিল।

মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ শীর্ষ আদালতের এক নির্দেশিকা নিয়ে টাউন এবং কাউন্টি প্ল্যানিংয়ের একটি দল এলাকার বেআইনি নির্মান খতিয়ে দেখতে যায়। প্রসঙ্গত, একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জাতীয় গ্রিন ট্রাইবুন্যালে অভিযোগ জানানো হয়েছিল কসৌলির বিভিন্ন বেআইনি নির্মান প্রকল্প নিয়ে। সেখানেই বিজয় ঠাকুর সহ আরও কিছু হোটেল মালিককে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হোটেল মালিকরা গিয়েছিল সুপ্রিম কোর্টে। এরপর গত ১৭ এপ্রিল দেশের শীর্ষ আদালত এক নির্দেশ জারি করে বলে আগামী ১৫ দিনের মধ্যে বেআইনি নির্মাণ সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। এছাড়া যারা নির্দেশ অমান্য করেছিল, তাদের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।