শ্রীনগর: কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ২ জঙ্গি খতম হয়েছে বলে খবর। সোপিয়ানেরই আর এক জায়গায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১ মেজর সহ ২ সেনা কর্মী শহিদ হয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সোপিয়ান এলাকার গোপালপোরা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করে বাহিনী। জঙ্গিদের বাঁচাতে এগিয়ে আসা পাথরবাজদের রুখতে গোটা দক্ষিণ কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা ব্লক করে দেওয়া হয়। এরপর সংঘর্ষে মারা যায় ২ জঙ্গি। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের ইমাম সাহিব এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর নতুন করে গুলির লড়াই চলছে। সংঘর্ষে আহত হন ১ মেজর সহ ৩ সেনা কর্মী। পরে ওই মেজর ও ১ জওয়ানের মৃত্যু হয়। জৈনপোরা এলাকায় রাত থেকে সেনার তল্লাশি অভিযান চলছে। সে সময় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা, বেধে যায় দুপক্ষের সংঘর্ষ। ৩ সেনাকর্মী গুলিতে আহত হন, তাঁদের হেলিকপ্টারে করে শ্রীনগরের ৯২ সেনা ছাউনিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তাঁরা।
ওই এলাকায় ২-৩ জন জঙ্গি ঘাঁটি গেড়েছে বলে খবর। সংঘর্ষ এখনও চলছে।
কাশ্মীরে এনকাউন্টার, সংঘর্ষে খতম ২ জঙ্গি, শহিদ ১ অফিসার সহ ২ সেনাকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2017 08:11 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -