শ্রীনগর: অশান্তির মধ্যেই সৌহার্দ্যের উদাহরণ।
এক পণ্ডিত দম্পতিকে বিবাহের মেলবন্ধনে আবদ্ধ করতে হাতে হাত মেলালেন শিখ ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঘটনাস্থল জম্মু ও কাশ্মীর।
সংবাদসংস্থা সূত্রে খবর, পুলওয়ামা জেলার অন্তর্গত তাহাব গ্রামের বাসিন্দা আশু টিক্কুর সঙ্গে পার্শ্ববর্তী লোসওয়ানি গ্রামের বাসিন্দা নীশু পণ্ডিতার বিয়ে হয় বুধবার।
অবাক করে, এই নবদম্পতির বিয়েতে অগ্রণী ভূমিকা নেন তাঁদের প্রতিবেশীরা, বেশিরভাগই যাঁদের মধ্যে ভিন সম্প্রদায়ভূক্ত।
জানা গিয়েছে, তাঁবু তৈরি করা থেকে শুরু করে বিয়ের আয়োজন—সবকিছুই করেন মুসলিম ও শিখরা।
অতিথিদের তালিকায় ছিলেন বহু পণ্ডিত আত্মীয়স্বজন। তাঁদের আতিথেয়তায় কোনও কসুর করেননি এই প্রতিবেশীরা।
বিবাহ অনুষ্ঠানে দেখা যায় হিন্দু আত্মীয়দের থেকে মুসলিমদের সংখ্যাই বেশি।
নাচগানের সময় মুসলিম মহিলারা বিশেষভাবে ভূমিকা নেন। অন্যদিকে, বিয়ের তোড়জোড়ে ব্যস্ত ছিলেন পুরুষরা।
এই ঘটনা উপত্যকার সাম্প্রতিক চিত্রের একেবারে ভিনধর্মী হিসেবে উঠে এসেছে।
বহু প্রতিকূলতার মধ্যেও, যে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য আজও বিরাজমান, তা এই ঘটনায় প্রতিষ্ঠিত হয়।
কাশ্মীর: অশান্তির মধ্যেই সৌহার্দ্য! হিন্দু যুগলের বিয়ে দিল মুসলিম, শিখরা
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 09:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -