শ্রীনগর: প্রায় সাড়ে চার মাসের বিক্ষোভ, ধর্মঘট, হিংসা, প্রাণহানির পর আজ সকালে স্বাভাবিক ছন্দে ফিরল কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ, বিক্ষোভ শুরু হওয়ার পর প্রথমবার রাস্তায় যান-বাহনের দেখা মিলল। মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করলেন। দোকান-পাট, বাজার, স্কুল-কলেজ, অফিস, বাণিজ্য কেন্দ্র খুলল। ৫০০ ও ১০০০ টাকা বাতিল হওয়ার তেমন কোনও প্রভাবই দেখা গেল না উপত্যকায়। এতদিন ব্যবসা-বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। তাই নতুন উদ্যমে কাজ শুরু করলেন কাশ্মীরের ব্যবসায়ীরা।
আজ সরকারি অফিস, ব্যাঙ্ক, পোস্ট অফিসে কর্মীদের হাজিরা ছিল প্রায় ১০০ শতাংশ। বহু মানুষ পুরনো নোট বদল করার জন্য ব্যাঙ্কে যান। স্কুল-কলেজেও ছাত্র-ছাত্রীদের হাজিরা ছিল উল্লেখযোগ্য। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। আজই প্রথম সরকারি-বেসরকারি বাসে চড়ে পরীক্ষা দিতে গেলেন ছাত্র-ছাত্রীরা।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা দু দিনের বনধ প্রত্যাহার করার কথা ঘোষণা করার পরেই উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রশাসন মানুষ ও যান চলাচলের উপর নিষেধাজ্ঞা চাপায়নি। ফলে ছন্দে ফিরল কাশ্মীর। বিভিন্ন অঞ্চলে ট্রাফিক জ্যামও দেখা যায়। নতুন করে পরিস্থিতির অবনতি না হলে উপত্যকায় আপাতত শান্তি বজায় থাকবে বলেই আশা মানুষের।
১৩২ দিন পর ছন্দে ফিরল কাশ্মীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2016 05:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -