কুলগাম: আজ সকালে জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে এক লস্কর জঙ্গির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। লস্কর জঙ্গির মৃত্যুর পরই কুলগামের তান্ত্রিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী- জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।
শনিবার সকালে নিরাপত্তার বাহিনীর গুলিতে যে জঙ্গির মৃত্যু হয়েছে তার নাম ইশফাক পাডার। সূত্রের খবর, এই পাডারই ছিল লেফটেন্যান্ট উমর ফয়াজের হত্যার মূলচক্রী। এবছর মে মাসে তাঁকে হত্যা করা হয়। আজ সকালে গোপনসূত্রে সেনাবাহিনীর কাছে তান্ত্রিপোরার বেহিবাগ এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর আসে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। আজ সকালের অভিযানের পর থেকেই উত্তপ্ত কুলগাম ও অনন্তনাগের বিভিন্ন অঞ্চল। জানা গিয়েছে, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস পর্যন্ত ছোড়ে পুলিশ।
লস্কর জঙ্গির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে স্থানীয় বাসিন্দারা। এরপরই পাল্টা পরিস্থিতি নিয়্ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সোপিয়ান ও কুলগাম জেলায় মোবাইল পরিষেবা আপাতত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, গতকাল শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে একটি বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিদের একটি দল। বাসটিতে চার পুলিশ কর্মী ছিল। শুক্রবার রাত আটটা নাগাদ শ্রীনগরের পান্থ চক এলাকায় হামলার ঘটনাটি ঘটে। শুক্রবারের হামলায় আহত পুলিশকর্মীদের সেনার ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্যে। সেখানেই আহত হেড কন্সটেবল কিষান লালের মৃত্যু হয়।
এদিকে শুক্রবারই জম্মু-কাশ্মীরের পুঞ্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা। ঘটনায় এক বিএসএফ জওয়ান শহিদ হয়েছে।
লেফটেন্যান্ট উমর ফয়াজের হত্যার মূলচক্রী লস্কর জঙ্গির মৃত্যুতে উত্তপ্ত কুলগাম, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2017 09:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -